
ফিলিস্তিনে ইসরাইল ও আমেরিকা কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপি গাজাবাসিদের আহুত হরতালের সমর্থনে হালুয়াঘাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। নির্বিচারে নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর