
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী। পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২ টায় সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এবং বাদ যোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানান।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম গণহত্যার একটি। নারী, শিশু ও নিরীহ মানুষের রক্তে আজ গাজার মাটি রঞ্জিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
তারা আরও বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব মানবতাবাদীদের এগিয়ে আসার আহ্বান জানাই।”
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। এতে প্রতিদিন শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি নাগরিক মারা যাচ্ছে। গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী একাধিকবার বিমান হামলা চালিয়ে বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে।
পৃথক এই সমাবেশে জামাতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, খেলাফতে মজলিসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান জাওহারী, ছাত্র নেতা রোকনুজ্জামান ও ইয়াকুব আলী শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর