
ময়মনসিংহের ভালুকায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পূণরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি সমগ্র মানবতার সমস্যা।’
আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। এসময় বিক্ষোভকারীরা আল্লাহু আকবার ধ্বনি সহ ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়েলি সকল পণ্য বয়কটের ডাক দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর