
“তুমি কে, আমি কে, ফিলিস্তিনি, ফিলিস্তিনি” স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। সোমবার বে লা ১১ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
এদিন বে লা ১১ টার দিকে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিশ্বব্যাপি মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে স্থানীয় প্রেস ক্লাবের সামন হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভে রাস্তার লোকজনসহ দোকান পাট থেকে মানুষ নেমে এসে বিক্ষোভে অংশগ্রহণ করে। নিমিষেই বিক্ষোভটিতে মানুষের ঢল নামে।
এসময় “তুমি কে, আমি কে, ফিলিস্তিনি, ফিলিস্তিনি” স্লোগানসহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় কিশোরগঞ্জের মাটি। বিক্ষোভ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
এতে বক্তব্য রাখেন নীলফামারী মার্কাস মাদ্রাসার মেহতামিম মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা শিব্বির আহম্মেদ, মাওলানা মুফতি বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, গদা কেরামতিয়া মাদ্রাসার মেহতামিম মাওলানা মাহমুদ হাসান প্রমুখ। এতে বিভিন্ন ইসলামী দল, ওলামা, ত্বলাবা, তৌহিদী জনতা ও সাধারণ জনগণ স্বতঃস্ফূত অংশগ্রহণ করে।
বক্তারা ইসরাইলি পণ্য পরিহার করাসহ মুসলিম জাতিকে এক হয়ে ইসরাইলের বিপক্ষে অবস্থানের আহ্বান জানান। তারা ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদ জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর