
বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে। এতে পরিবারগুলোর ৬টি বড় ঘর, ৪টি চালা, নগদ অর্থ, আসবাবপত্র, ধান চাল সব পুড়ে ছাই হয়েছে। এছাড়া আগুনে ৪টি গরু, ৫টি ছাগল পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুষণা গ্রামে।
ফায়ার সার্ভিস ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, রবিবার রাত সাড়ে নয়টার দিকে পুষণা গ্রামের হরিকান্তের পুত্র বিষ্নু এর ঘর হতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আরও তিনটি পরিবারের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়। এতে হরিকান্তের পুত্র বিষ্নুর ঘর ১টি, চালা ১টি, ২টি বড় গরু, আসবাবপত্র, টোলা বর্মনের পুত্র হরিকান্তের ঘর ২টি, চালা ১টি, গরু টি, ছাগল ৩টি, আমাষু বর্মনের পুত্র জোগেন্দ্রের ঘর ২টি, চালা ১টি, ছাগল ২টি, চাল, ধান, নগদ অর্থ ও জোগেন্দ্রের পুত্র ধনজয়ের ঘর ১টি, চালা ১টি, গরু ১টি, নগদ অর্থ সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা বলে জানা যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
ইউপি সদস্য ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার চারটির সবকিছু পুড়ে ছাই হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে তাদের রাতেই সহযোগিতা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু বলেন, খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তাদের সামান্য সহযোগিতা দেয়া হয়েছে। পরিবারগুলো সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর