
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুনরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে জেলা সদর, দীঘিনালা, পানছড়ি, মানিকছড়ি সহ সকল উপজেলায় এ বিক্ষোভ ও নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হয়। সোমবার সর্বস্তরের ছাত্র-জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন পৃথক ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন রাকিব মনি ইফতি, আমিনুল ইসলাম বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ির সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী, ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী,বয়োবৃদ্ধ কেউ বাদ যাচ্ছেনা সন্ত্রাসী ইসরাইলের এই হামলা থেকে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের তৈরি এবং নিয়ন্ত্রণাধীন বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
সমাবেশ বক্তারা বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর