
কুমিল্লায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলার দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়নের ওলান পড়া ও উত্তর হরিপুর মৎস্য চাষ প্রজেক্টের মাছ ধরা নিয়ে উত্তর হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলান পড়া ও উত্তর হরিপুর মৎস্যচাষ প্রজেক্ট মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনার ঘটে। সোমবার দুপুরে এ প্রজক্টের ৬ সদস্যের পারভেজ গ্রুপের লোকজন মাছ ধরতে গেলে ইসমাঈল তার লোকজন গিয়ে বাধা দেন।
এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গুলাগুলি সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের মধ্যে চার জন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০) তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, গৌরীপুর ইউনিয়নের ওলান পড়া ও উত্তর হরিপুরে মৎস্যচাষ প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করেছি। আটককৃত ইয়াসিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গুলাগুলির সঙ্গে কারা জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন-আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর