
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের দিন মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম নগরী। নগরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় নগরের জিইসি মোড়ে কেএফসি রেস্তোরাঁ এবং কোকাকোলার সাইনবোর্ড সম্বলিত একটি ভবনে ইট-পাটকেল এবং জুতা নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এতে ওই রেস্তোরাঁ এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে যায়। এ ছাড়া নগরীর কাজীর দেউড়ি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাংচুরের চেষ্টা করে তারা।
সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইনকিলাব মঞ্চ ও হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে রওয়ানা হয়। এতে সাধারণ মানুষসহ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে।
এদিকে, বিকেল সোয়া ৪টার দিকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলবিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে নগরের জিইসি মোড়ে কেএফসি রেস্তোরাঁ এবং কোকাকোলার সাইনবোর্ড সম্বলিত একটি ভবনে ইট-পাটকেল এবং জুতা নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এতে ওই রেস্তোরাঁ এবং ভবনের সামনের অংশের কাচ ভেঙে যায়। এ ছাড়া নগরীর কাজীর দেউড়ি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাংচুরের চেষ্টা করে তারা।
এদিকে নগরীর আন্দরকিল্লা, জমিয়াতুল ফালাহ, চকবাজার, বহদ্দারহাটসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভকারীরা।
মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় ‘তেরা মেরা রিশতা কেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ বিচার চাই’, ‘বয়কট বয়কট, ইসরাইল বয়কট’, ‘আমেরিকার গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘ইহুদিদের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘ইসরাইলের চামড়া তুলে নেব আমরা’, ‘ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর’, ‘ইসরাইল না ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন’ এসব স্লোগান দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর