
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়ার সর্বস্তরের জনতার ব্যানারে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়। এরপর তারা সেখানে অবস্থান নেন এবং বক্তব্য প্রদান করেন। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
কুষ্টিয়ার সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে রাজনৈতিক সংগঠন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, সহ ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তাদের হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বানও জানিয়েছেন তারা। সমাবেশে বক্তারা আরো বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা ও গণহত্যা চালাচ্ছে। গাজা ও রাফা সীমান্তে অসংখ্য ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর