
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন দুইজন। সোমবার বেলা চারটার দিকে চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করেন জেলা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও জিহাদ হোসেন (২৪)। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা রজু করা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মাদক বিরোধী বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার সঙ্গীয় ফোর্স ভালাইপুর মোড়স্থ জনৈক জুলফিকার আলীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর আসামীদের দেখতে পান পুলিশ। এরপর আসামীদের কাছ থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এর আগে আসামীদের হেফাজত থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা জব্দ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর