
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং নারী-শিশুসহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে হাজারো মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি নীলফামারীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী, ইসলামী ছাত্রশিবির, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, ছাত্র অধিকার পরিষদসহ জেলার সর্বস্তরের জনগণ।
সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনি হোসেন এবং ইমাম আল মামুন।
বক্তারা বলেন, ‘শান্তি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হাজারো মুসলমানদের হত্যা করা ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে।’ তাঁরা আরও বলেন, ‘আমরা যদি এখন থেকেই সচেতন না হই, এই হামলার প্রতিবাদ না করি, তাহলে আমরাও হামলার শিকার হবো।’
সমাবেশ থেকে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং জনগণকে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর