
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে ২ মাস বয়সী চুরি করা কন্যা শিশুসহ এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে ওই নারী শিশুটিকে নিয়ে ঘোরাঘুরি করছিলেন। শিশুটি কান্নাকাটি করলে স্থানীয় দুই নারী সেলিনা ও পারভীন তাকে জিজ্ঞাসা করেন, কিন্তু সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এই পরিস্থিতিতে স্থানীয়রা তার প্রতি সন্দেহ পোষণ করে এবং তাকে পাংশা থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, শিশুটিকে তার স্বামী এনামুল ঢাকা কমলাপুর রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকা থেকে নিয়ে এসেছে এবং তারপর ট্রেনে করে পাংশায় চলে আসে। তবে, পুলিশের ধারণা, শিশুটিকে চুরি করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আটককৃত নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে পাঠানো হয়েছে। শিশুটির প্রকৃত বাবা-মাকে শনাক্ত করার পর তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর