
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যে তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তিনি উচ্চ আদালত থেকে কোন কোন মামলায় জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের দিকে দেওয়া যাবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। এতে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে গত ১৮ জুলাই, ৪ ও ৫ আগস্টে ছাত্র-জনতার উপর হামলা হয়। গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর