
মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী আহত অবস্থায় বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত ৩০ মার্চ ভুক্তভোগী ব্যবসায়ীর মা কাজল রেখা ( ৫৫) বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আহত ব্যবসায়ী রায়হান (২৮) লেয়ার ফার্ম ও ডিমের ব্যবসা করে। ঘটনার দিন আহত রায়হান তার ব্যবসার বকেয়া টাকা সংগ্রহ করে সিংগাইর উপজেলার বরাটিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে গত ২৭ মার্চ বিকেল ৩ টার দিকে বরটিয়া এলাকার লালমুদ্দিনের বাড়ির সামনের পাঁকা রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামি ফারুক হোসেন, আবুল কাশেম, ওয়াসিম ও জসিম দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী রায়হানকে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। এতে মারাত্মক ভাবে আহত হন রায়হান।
মামলার বাদী কাজল রেখা বলেন, আসামীরা আমার ছেলে রায়হানকে ধারালো রাম দা’ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা আমার ছেলের সঙ্গে থাকার ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, তিন-চারজন লোক ডিম ব্যবসায়ী রায়হানকে লালমুদ্দিনের বাড়ির সামনে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে বলে রায়হান জানায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, এ ঘটনায় মামলা রজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর