
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকায় বন্য হাতির হামলায় মোহাম্মদ হোসেন (৬৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) রাতে জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালীর পার্শ্ববর্তী বনের পতিত জমিতে ঘাস চাষ এবং লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি কাজে বের হন। কিন্তু রাত পর্যন্ত ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। শেষ পর্যন্ত রাত ৯টার দিকে ছড়ারকূল জঙ্গলের ভেতর তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
ফাঁসিয়াখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, “নিহতের শরীরে হাতির আক্রমণের স্পষ্ট চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তিনি হাতির কবলে পড়েন।” পরে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ফাঁসিয়াখালীর বনে বর্তমানে প্রায় আটটি বন্য হাতি অবস্থান করছে। বিশেষ করে সন্ধ্যার পরপরই এসব হাতি লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে। ফলে এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন বিভাগের কাছে দ্রুত হাতির উপদ্রব ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর