
সাংবাদিকদের পেশাগত ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে "আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটি" নামে একটি নতুন সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আখাউড়া কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ১৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে নাসির উদ্দিন (দৈনিক সমকাল) সভাপতি, তাজবীর আহমেদ (দৈনিক আমাদের সময়) কে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ অমিত হাসান আবির (এশিয়ান টিভি,BD 24live) কে কোশাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, শাহাদাত হোসেন লিটন (দৈনিক মানবজমিন), কাজী হান্নান খাদেম (দৈনিক যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (বাংলা টিভি), মো. ফজলে রাব্বি (দৈনিক যুগান্তর), জালাল হোসেন মামুন (দৈনিক দেশ রুপান্তর), রুবেল আহমেদ (দৈনিক কালবেলা), নাজমুল আহমেদ রনি (দৈনিক সময়ের আলো), সাদ্দাম হোসেন (আর টিভি), হাসান মাহমুদ পারভেজ (দৈনিক আমাদের নতুন সময়), অমিত হাসান অপু (দৈনিক নবচেতনা)।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, এই সোসাইটি আখাউড়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, স্থানীয় সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়ও সংগঠনটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর