
রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া ৩ মাস বয়সী এক কন্যা শিশুসহ এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শিশুটিকে উপজেলা সমাজসেবা দপ্তরের অধীনে শিশু কল্যাণ বোর্ডে হস্তান্তর করে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ওই শিশুকে রাজবাড়ীর সিভিল সার্জনের ড্রাইভারের কাছে হস্তান্তর করেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা।
শিশুসহ আটক ওই নারীর নাম হালিমা আক্তার (২০)। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও ইউএনও এসএম আবু দারদা বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম-নীতি অনুসরণ করে বিভিন্ন শর্তসাপেক্ষে শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায় রাখা হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবকের খোঁজ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, জেলা সিভিল সার্জনের ড্রাইভারের নাম মো. হাফেজ আলী। তিনি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের জয়নাল আবেদিন সরদারের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন প্রমুখ।
এ বিষয়ে পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম বলেন, ইতোমধ্যে শিশুটির পরিবারকে খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। শিশুটির প্রকৃত মা-বাবাকে খুঁজে পেলে তথ্য-প্রমাণ সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে পাংশা পৌরশহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে দেখা যায় শিশুটিকে নিয়ে ঘোরাঘুরি করছেন একজন নারী। এ সময় সন্দেহ হলে শিশুসহ ওই নারীকে পুলিশে দেন স্থানীয়রা।
পুলিশ জানায়, ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তি থেকে তার স্বামী শিশুটি নিয়ে তার কাছে দিয়েছেন। শিশুটিকে নিয়ে ওই নারী তার নিজ এলাকা পাংশায় চলে আসেন। ধারণা করা হচ্ছে, শিশুটিকে চুরি করে আনা হয়েছে। আটক ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর