
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও জেলা ছাত্রদল। মঙ্গলবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের চিনিকল সড়ক থেকে বাম গণতান্ত্রিক জোট জয়পুরহাট জেলা শাখার একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে পাচুরমোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে। এখানে বক্তব্য রাখেন সিপিবি নেতা রমজানুজ্জামান, এম এ রশিদ, বাসদ নেতা অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ প্রমুখ।
অপরদিকে, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করেছে।
সেখানে বক্তারা বলেন, ন্যাক্কারজনকভাবে গাজায় শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। তাই ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর