
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগের অধ্যাপক মেহেরুন্নেসার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং হিজাব নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে এই কর্মসূচি পালিত হয়। এসময়, শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষিকা মেহেরুন্নেসাকে লাল কার্ড প্রদর্শন করে তার পদত্যাগ দাবি করেন। এসময় মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি গাজা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে শিক্ষিকা মেহেরুন্নেসা শুধু মাত্র শিক্ষার্থীদের নয়, গোটা দেশের জনগণের অনুভূতিতেও আঘাত করেছেন। তাঁরা দাবি করেন, এই মন্তব্যের জন্য তাঁর উচিত আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
শিক্ষার্থীরা আরও বলেন, এমন অবস্থায় মেহেরুন্নেসা একজন শিক্ষক হিসেবে তাঁদের কাছে নৈতিক অবস্থান হারিয়েছেন। তাই তাঁরা চান, তিনি যেন আর কখনো উদ্ভিদবিজ্ঞান বিভাগে ফিরে না আসেন এবং কোনও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করেন। তাদের দাবি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে সম্মানের সঙ্গে এই বিভাগ থেকে বিদায় নিন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন থামবে না।
এদিকে, এর আগে গত বেশ কয়েকদিন ধরে নিজের ফেসবুক প্রোফাইলে ফিলিস্তিনে হামাস যোদ্ধাদের নিয়ে বেশ কিছু বিতর্কিত স্ট্যাটাস দেন এই শিক্ষিকা। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, "গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো, গাজার এই পরিণতির জন্য হামাসের কট্টর-প্রতিক্রিয়াশীল-একরোখা রাজনীতিই দায়ী।"
পরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়ে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন এই শিক্ষিকা।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ আবুল বাশার ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। আমি এ বিষয়ে সাথে সাথে কমিটি গঠন করে দিয়েছি। কমিটির তদন্ত করে রিপোর্ট দিলে আমি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর