
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলে সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও হাসানুল হক হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল, বর্তমান প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) সাকিবুল হাসান সাকিব'সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন, মানবিক করিডোরে হামলা এবং জরুরি স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন, আমরা এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে, সংগঠিত হতে এবং কার্যকর অবস্থান নিতে সর্বদা নৈতিকভাবে একতাবদ্ধ। শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, এখন সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর