
বরগুনার আমতলীতে উপজেলা ও পৌর বিএনপি শাখার কর্মী সভাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিদন ফকিরের সমর্থক ও কয়েক হাজার নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ব্যানার বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে অবিলম্বে সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পদ পদবি ফিরিয়ে দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানান। এসময় বিক্ষোভকারী নেতাকর্মীরা আমতলী-কুয়াকাটা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় আমতলী চৌরাস্তা সংলগ্ন রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কর্মীসভার আয়োজন করে। এই কর্মীসভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতাকর্মীরা কর্মীসভার স্থলের পাশে আমতলী-কুয়াকাটা সড়ক অবরোধ করে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিরসহ বন ও পরিবেশ সম্পাদক ও বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু'র আশ্বাসে সড়ক ছাড়েন নেতাকর্মীরা।
এ সময় বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি বিএনপি ও জালাল উদ্দিন ফকিরকে ভাল বাসেন তাহলে বিক্ষোভ বন্ধ করেন। আপনাদের দাবির কথা আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করবো। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভ স্থগিত করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অডিও ভাইরালের পর আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর