
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বামন্দী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, "ইজরায়েল হায়নার মত আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করছে। তারা বৃদ্ধ,নারী, শিশু পুরুষসহ সকলের উপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাই পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান করছি।
বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল বলেন, ইজরায়েল যেভাবে ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালাচ্ছে এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের বুক ফেটে যাচ্ছে মুসলমানের কষ্ট দেখে। ইনশাল্লাহ ইসরায়িল ধ্বংস হবে।
তিনি আরও বলেন,আমরা এখান থেকে কিছুই করতে পারবো না কিন্তু সারা পৃথিবীকে জানিয়ে দিতে চায় ইসরাইলের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তারা আমাদের মুসলিম ভাই বোনদের উপর অবর্ণনীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে।তাই সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর