
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারত থেকে প্রবহমান খরস্রোতা ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নদীর দুই পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস, ১টি ট্রাক, ১টি ভেকু জব্দ, বালু উত্তোলনের ১১টি বাঁশের মাচা, অসংখ্য পাইপ ও অবৈধ সরঞ্জাম রাখার ২টি অস্থায়ী ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একইসাথে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলার হাতীপাগাড়-ভাংগা এলাকায় ভোগাই নদীতে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর