
কুমিল্লায় প্রাণী সম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়ে বুধবার (৯ এপ্রিল) কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জানা যায়- কুমিল্লায় প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সভা সমাবেশ করে আসছিলেন। বুধবার পুনরায় ৭ দফা দাবির লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন-কুমিল্লায় প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন সরকার, ব্রাহ্মনবাড়িয়া জেলার আলমগীর হোসেন, সদস্য মো: ফয়সাল আহমেদ প্রমুখ।
বক্তারা জানান- দীর্ঘদিন প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কোন দাবি দাওয়া মানা হচ্ছে না। এ নিয়ে সভা সমাবেশ বিক্ষোভ মিছিল করা করেছেন। ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা, সচিব ও মহাপরিচালককেও অবহিত করা হয়েছে। ৭ দফা দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছি। তারা বলেন- এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মান জনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিচালিত করতে হবে। একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচে, যথাযথ প্রক্রিয়া বিহিত প্রশিক্ষণ) বাতিল করতে হবে। এতগুলো বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা অযৌক্তিক। টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল করতে হবে। এ আইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস জেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। বেসরকারি এআই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এ আইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করতে হবে।
সভাপতি সৈয়দ আবদুল কাইয়ুম বলেন-আমাদের দীর্ঘদিনের দাবি ধাওয়াগুলো বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দেয়া হয়েছে। আমাদের ৭ দফা দাবি আদায়ই ফিরবো।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর