
জেলার ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুতলার উপর থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে আব্দুল কুদ্দুস (৬৫) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
গুরুতর আহত ওই শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামি আব্দুল কুদ্দুস ফকির (৬৫) কে আটক করে থানায় নিয়ে আসে ।
পুলিশ জানান, ক্ষেতলালের বিনাই গ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুতলা থেকে ফেলে দিলে গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা এমন একটি খবর পুলিশের জরুরি সেবা হট লাইন ৯৯৯ নম্বরে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আব্দুল কুদ্দুসকে আটক করে।
এ ব্যাপারে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি দীপেন্দ্রনাথ সিংহ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর