
নবীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানের দুই মাসে আওয়ামী লীগের ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী ও বিএনপির নেতাকর্মীরা রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতা রয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত সেনাবাহিনী, র্যাব ও পুলিশ উপজেলায় বিভিন্ন স্থানে আলাদাভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে নবীগঞ্জ উপজেলায় ১৬ জন হলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,নবীগঞ্জ উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মুহিবুর রহমান, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শ্রমিক ফেডারেশনের সভাপতি দিলশাদ মিয়া মেম্বার, কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমদ দিলকাছ, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তালুকদার, সাবেক শিবির নেতা ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরীর পিএস শাহ আবিদ আলী, করগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ সাগর, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নোমান হোসেন, ছোট আলীপুর গ্রামের যুবলীগ কর্মী সাইফুর রহমান সৌরভ,কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তৌফিক, আউশকান্দি ইউনিয়ন যুবলীগের নেতা ও ইউপি সদস্য ইকবাল হোসেন, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা রাসেল শরীফ,ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলবার হোসেন, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া মেম্বার, ইনাতগঞ্জ প্রজাতপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী মো. ছাদ উদ্দিন। এর মধ্যে নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তালুকদার বিরুদ্ধে পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ে অভিযোগ রয়েছে।
বুধবার (৯ এপ্রিল) নবীগঞ্জ উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মুহিবুর রহমান সে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কমিটির ২৯ নং সদস্য তাকে ডেভিল হান্টের আওতায় বিস্ফোরক আইনে গাড়ি পুড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হবিগঞ্জের ডিআইও ১ কামরুল ইসলাম জানান, 'ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে।'
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ ও ঢাকা সিলেট মহাসড়কে বিস্ফোরক আইনে গাড়ি পুড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।বেশিরভাগই সন্ধিগ্ধ মামলায় এজাহারভুক্ত আসামি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর