
মানিকগঞ্জে মোবাইল কেনার টাকা না পেয়ে মা-বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে রাকিবুল ইসলাম (১৯) নামের এক যুবক।
বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় নিজ বসতবাড়িতে ফ্যানের সাথে মায়ের ওড়না পেচিয়ে ফাঁস দেন যুবক। নিহত রাকিবুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের উঁচুটিয়া গ্রামে। সে ওই গ্রামের গ্রিল মিস্ত্রী মো. আবু হানিফের ছেলে।
নিহতের বাবা আবু হানিফ বলেন, আজ দুপুরে আমি দোকান শেষে বাড়িতে খেতে আসি তখন ওর (নিহত রাকিবুল) মা'র কাছে শুনেছি কিছু টাকা চেয়েছে মোবাইল কিনার জন্য। আমি এ বিষয়ে আর কিছু বলিনি খাবার শেষ করে দোকানে চলে যাই। যাওয়ার পথেই শুনি তার এই দুর্ঘটনা।
তিনি আরো বলেন, নিহত রাকিবুল ইসলাম জাগির উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তিনি বেশ কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয় মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, 'এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তুচ্ছ ঘটনায় মা-বাবার সাথে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে যুবক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর