
সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠনে স্বজনপ্রীতি অগণতান্ত্রিক অভিযোগ তুলে ৭৬ জনের কমিটি থেকে সংগঠনের ৪৮ জন সদস্য পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, গত ইং ০৭/০৪/২০২৫তারিখে সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্য বিশিষ্ট একটি তালিকা প্রকাশ করা হয়।
এই কমিটি গঠনের আগে মাঠপর্যায়ের কর্মীদের কোনো মতামত নেওয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করেন, সুবিধাভোগীদের জায়গা করে দিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত না থাকা ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাসুম মোল্লা, বেলাল হোসেন, জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল সিয়াম, মুলতানিম রহমান (সাদিক), আল শাহরিয়ার (রোকন)।
তাদের ভাষ্য- বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলাই ছিল সংগঠনের মূল লক্ষ্য। দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনার অবক্ষয় ঘটেছে। তারা শুধু পদত্যাগ করেই থেমে থাকবেন না, বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর