
বরগুনায় মিষ্টি দ্রব্যের ওজনে কারচুপি ও অবৈধ পলিথিন ব্যাগ রাখার অপরাধে এক মিষ্টি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান
মঙ্গলবার (৮ এপ্রিল) বরগুনার আমতলী উপজেলার আমতলী পৌরসভার চৌরাস্তা মোড়ে সন্ধ্যা ৭টার দিকে অভিযান পরিচালনা করেন আমতলী আদালতের মোবাইল কোর্ট।
এ সময় 'মুসলিম দধি ঘর' নামক মিষ্টি দোকানে অভিযান চালিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দেখতে পান যে, কাগজে তৈরি প্রতিটি মিষ্টির বাক্সের ওজন ১৫০ গ্রাম এবং এই বক্স সহাই দোকানদার মিষ্টি বিক্রি করছেন বক্সের ওজন বাদ না দিয়ে।
এতে করে দেখা যায় প্রতি ১০ কেজি মিষ্টি বিক্রিতে দোকানদার প্রায় দেড় কেজি কাগজ বিক্রি করছেন গ্রাহকের অজান্তেই। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল পরিচালনা করে দোকানদার আবুল বাশারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করেন।
এছাড়া তাৎক্ষণিক মিষ্টির বক্সগুলো ধ্বংস করেন এবং ভবিষ্যতে মিষ্টি আলাদা পরিমাপ করে হালকা বক্সে বিক্রির আদেশ দেন। একই সময় পলিথিনের প্রায় ৯ কেজি অবৈধ শপিং ব্যাগ জব্দ করা হয় এবং পরিবেশ আইনে একই ব্যবসায়ীকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এবং এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর