
বগুড়ার ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) ভোরে সোনাতলার একটি চর থেকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদরের নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মো. আমিনুল হকের ছেলে মো. নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মো. আলম প্রাংয়ের ছেলে মো. রাব্বি হোসেন (২০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক। এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাচ্ছিল। একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাকের চালককে জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে।
পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। অভিযানের সময় দুর্বৃত্তরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে হামলা চালায়, এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব।
পুলিশের অভিযানে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর