
আমেরিকার মদদে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রসমূহ ও তাদের সামরিক বাহিনীর নীরব ভূমিকা অবসানের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা তাদের কর্মসূচিতে থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানান। বুধবার (৯ এপ্রিল) অনুষদ প্রাঙ্গণ থেকে অপরাজেয় বাংলার পাদদেশে পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করেন ওই শিক্ষার্থীরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সমাবেশে অনুষদের ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন অ্যান্ড স্ট্রার্টেজি লিডারশিপ বিভাগের শিক্ষার্থী মির্জা আল মাহাদী বলেন, ‘বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে সেই ফিলিস্তিন।
আমরা তো আর সেখানে গিয়ে স্ব সশস্ত্র যুদ্ধ করতে পারি না কিন্তু আমরা তো তাদের পণ্যগুলো না কিনতে পারি। আমরা তাদের পণ্য কিনে পরোক্ষভাবে তাদের সহযোগিতা করছি; যদি তাদের পণ্যগুলো আমরা বয়কট করি, তারা আর্থিকভাবে অনেকটাই ভেঙে পড়বে।’
বহির্বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সামির উদ্দিন চৌধুরী শিক্ষার্থী বলেন, ‘আরবসহ মুসলিম দেশগুলো শুধু কথাই বলে যাচ্ছে কিন্তু ইফেক্টিভ কোন পদক্ষেপ গ্রহণ করছে না কিন্তু তারা চাইলে অনেক কিছুই করতে পারে। আমরা চাই, তারা যেন এগিয়ে আসুক।
এখন এমন ছোট দেশ থেকেই এমন ছোট প্রতিবাদে হয়ত কিছুই যায় আসবে না, তারপরেও বহির্বিশ্বের প্রতি আহ্বান রাখতে চাই তারা যেন এই বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে এবং ফিলিস্তিনের মুক্তির পথে পাশে দাঁড়ায়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে অনুষদের শিক্ষার্থী আবু জাফর সিয়াম, অলিন্দ আল আরিব প্রমুখ বক্তব্য রাখেন। পরে সেখান থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে অনুষদে গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন।
এ সময় তারা ‘ওয়ান-টু জিরো টু ফোর, জায়োনিজম নো মোর’, ‘ভেঙে দাও গুড়িয়ে দাও, আমেরিকা/ ইসরায়েলের কালো হাত’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে-তালে’, ‘শেইম শেইম শেইম, ইউনাইটেড ন্যাশন’,‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর