
টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার বংশাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
বুধবার (৯ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সৌদি প্রবাসী আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার আগের দিনও লেখাপড়া না করে মোবাইল ফোন নিয়ে সময় কাটানোয় তার মা তাকে শাসন করেন। এরপর বেলা তিনটার দিকে বসতঘরের আড়ার সাথে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় সিয়াম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর