
বাংলা নববর্ষ উদযাপনে চারুকলায় জোরেশোরেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বর্ষবরণের প্রস্তুতি।
এবারের শোভাযাত্রায় বড় মোটিফ হবে ৬টি, মাঝারি মোটিফ ৫৫টি, ছোট মোটিফ ৪২৬টি, শোভাযাত্রার মুকুট ৫০০০টিসহ, থাকছে পাখা, সুলতানি আমলের মোগল মিনিয়েচারভিত্তিক মুখোশ, হাতি, বাঘ, পেঁচাসহ পশুপাখির মুখোশ।
তবে গতানুগতিক এসব মোটিফ থাকলেও ভিন্নতা এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। বুধবার (৯ এপ্রিল) সরেজমিনে অনুষদে গিয়ে দেখা যায়, সকলের দৃষ্টি কেড়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। যদিও প্রতিকৃতিটি বাঁশের চাটাই বুনে আপাতত রাখা হয়েছে।
এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতীকী হিসেবে থাকছে ফ্যাসিবাদ। যার ফলে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে থাকছে জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।
দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব। মাথায় খাড়া চারটি শিং, হা করা বিকৃত মুখ, বিশাল আকৃতির নাক, ভয়ার্ত দুটো চোখ। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রধান এই প্রতিকৃতিটি ফ্যাসিবাদের বীভৎস রূপ হিসেবে নির্মিত হয়েছে।
এমন প্রতিকৃতি ফ্যাসিবাদের জ্বলন্ত দৃষ্টান্ত উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছিল; সেটির একটি পাল্টা প্রতিকৃতি এটিকে বলা যেতে পারে। একই সঙ্গে আমরা দীর্ঘ দিন ধরে একধরনের আওয়ামী জাহিলিয়াতের যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড হয়েছে, তারই এই দৃষ্টান্ত চারুকলার এই প্রতিকৃতি।
ঘুরতে আসা সাদ্দাম হোসেন নামে একজন বলেন, এমন প্রতিকৃতি শুধু শেখ হাসিনা না বরং আগামীতে যারা নেতৃত্বে আসবে, তাদের জন্য একটি সচেতনামূলক বার্তা।
যদি তারা কোন ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত রাখে, তাদেরও অবস্থা হবে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার মতন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর