
কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই উপজেলার একাধিক গ্রামে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়ার সোনাইছড়ি খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো—স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) এবং রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। তারা চাচাতো ভাই।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানান, “পরিবারের অজান্তে দুই শিশু খালের পাশে খেলছিল। একপর্যায়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।”
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসল করতে গিয়ে প্রাণ হারায় আরও দুই শিশু—মো. মাসুম (৫) ও আসমা (৬)।
মাসুম কাকারা ইউনিয়নের বাসিন্দা মো. রাশেদের ছেলে এবং আসমা প্রবাসী ছাবের আহমদের কন্যা ও মাসুমের ফুফাতো বোন। তারা পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। কিন্তু একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের নিথর দেহ ভেসে ওঠে। স্থানীয়রা উদ্ধার করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
এক দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চার শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কোথাও কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা, কোথাও নিস্তব্ধতা। নিরাপত্তাহীন খাল-নদীর পাড়ে প্রায়ই ঘটে যাচ্ছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয়রা বলেন, শিশুদের প্রতি যত্নবান হওয়া, নদী-খালের আশেপাশে নজরদারি বাড়ানো এবং সচেতনতা ছাড়া এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর