
তুচ্ছ ঘটনায় বাবার দায়ের কোপে ছেলে সজীব ওয়াহেদের (২৯) বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত সজীব ওয়াহেদ গিলন্ড এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহত সজীব আকিজ টেক্সটাইলে ওয়ার্কার হিসেবে কাজ করেন। তার বাবা গিলন্ড রাকিব আহমেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক।
জানা গেছে, গতকাল (৯ এপ্রিল) দুপুরে আব্দুল জব্বারের সাথে তার স্ত্রীর বাকবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে ছেলে এসে থামানোর চেষ্টা করলে তখন বাবার সাথে ছেলের হাতাহাতি হয়। পরে প্রতিবেশীরা উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে এরপর ছেলে ডিউটিতে চলে যায়। ডিউটি থেকে রাত সাড়ে এগারোটার দিকে বাড়িতে ফিরলে পেছন থেকে অতর্কিতভাবে তার বাবা তার ওপর হামলা চালায়।
এ সময় দায়ের কোপে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর জেলা সদর হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আহত ছেলে সজীব ওয়াহেদ বলেন, 'তুচ্ছ ঘটনায় আমার সাথে এমন অমানবিক কাজটি করল। আমার সমাজের লোকজন আছে, আত্মীয়-স্বজন আছে তারা যা ভাল মনে করবে আমি সেই প্রতিকার চাই।'
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, 'আমরা বিষয়টা কিছুক্ষণ আগে শুনেছি। আমাদের কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর