
নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতার মোটরসাইকেল চুরির দায়ে সোহাগ আলী (১৯) নামের এক তরুণকে চাঁচকৈড় বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাত দশটার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জনগণ। মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ওই দিন বেলা ৪ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে অ্যাপাচি আরটি আর মোটরসাইকেলটি চুরি হয়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার সাহায্যে চোর সোহাগ আলীকে সনাক্তের পর তাকে খুঁজতে থাকেন গাড়ির মালিকপক্ষ। একসময় রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারের গরিবুল্লাহ সরকার মার্কেটের সামনে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন জনতা।
সোহাগ উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার আসামি শহিদুল ইসলাম ভম্বু এবং মাদক স¤্রাজ্ঞী খ্যাত জোসনা বেগমের ছেলে। গত ২৯ মার্চ পুকুর থেকে ২৮ লাখ টাকার সাত ট্রাক মাছ লুট মামলার আসামিও বাবা-ছেলে দুজনই। মোটরসাইকেলটির মালিক গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম সরদার (৪৫) থানায় বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শামীম উপজেলার তালবাড়িয়া গ্রামের জিয়ারত সরদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, চুরি হওয়া মোটরসাইকেল ধারাবারিষার শিধুলী গ্রাম থেকে উদ্ধার করা হয় এবং চোর সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর