
বরিশালের মেহেন্দীগঞ্জে আবারও মৎস্য অধিদপ্তরের জাটকা সংরক্ষণ অভিযানকারীদের ওপর হামলা করেছেন স্থানীয় জেলেরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার গজারিয়া নদীতে অভিযানের সময় জেলেরা এই হামলা চালান। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের সদস্য এম মঞ্জুরুল আহত হন।
জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড চারটি ফাঁকা গুলি করে। পরে হামলাকারী জেলেরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও একটি পাইজাল জব্দ করেন অভিযানের সদস্যরা।
মৎস্য কর্মকর্তা স্মোহাম্মদ আলম জানান, বুধবার রাত ৯টার দিকে গজারিয়া নদীর মাঝের চর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনের হিজলা কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, হিজলা নৌপুলিশের সদস্যদের নিয়ে যৌথভাবে অভিযানে নামে মৎস্য অধিদপ্তর। রাত ১০টার দিকে অভিযানের ট্রলার ও স্পিডবোট মাঝের চর এলাকায় পৌঁছালে সাত-আটটি কাঠের ট্রলারে ৪০-৫০ জন জেলে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা অভিযানের নৌযান লক্ষ্য করে লাঠি, বাঁশ, ইট ও পাথর নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপারেশনস স্টাফ অফিসারের নির্দেশে কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
উপজেলা মৎস্য অফিসার আরও বলেন, কোস্ট গার্ডের ফাঁকা গুলির পরে হামলাকারীরা পিছু হটেন। পরে ঘটনাস্থল থেকে একটি পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়েছে। পাইজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছে সরকার।
এর আগে ৮ এপ্রিল (মঙ্গলবার) জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরুর দিন ভোরে মেহেন্দীগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযানের ট্রলারে হামলা চালান জেলে ও ব্যবসায়ীরা। এতে অভিযানে অংশ নেওয়া দুই আনসার সদস্য আহত হন। উপজেলার ইলিশের অভয়াশ্রম মেঘনা ও কালাবদর নদীর সংযোগস্থল বাখরজায় লালবয়া ও মালদ্বীপের চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় পাঁচ জেলে ও ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়া একটি ট্রলারসহ ১৪ মণ জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় মেহেন্দীগঞ্জে দায়িত্বে থাকা হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাদী হয়ে কাজীরহাট থানায় মামলা করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর