
ঐতিহ্যবাহী ও বহুল আলোচিত বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গড়িয়ারপাড় এলাকার গড়িয়ার দিঘিটি দীর্ঘদিন থেকে কচুরিপানা, ময়লা ও অবহেলায় হারিয়ে ফেলেছিল তার আপন সৌন্দর্য।
তবে সেই পুরোনো দৃশ্য এখন একেবারেই বদলে গেছে। নতুন রূপে, নতুন সাজে ফিরে এসেছে গড়িয়ার দিঘি। এখন এটি শুধু একটি দিঘি নয়; বরং হয়ে উঠেছে বরিশালের নতুন বিনোদন স্পট যার নাম ‘ক্যাফে গড়িয়া’।
পরিস্কার-পরিচ্ছনতার পর গড়িয়ার দিঘির মাঝখানে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক ভাসমান রেস্তোরাঁ। দিঘির ওপর কাঠের তৈরি ভেলা ও বাঁশের টঙের ওপর বসার সু-ব্যবস্থা, চারপাশে জলরাশি, মাঝে মাঝে মাছের লাফালাফি, আর উপরে খোলা আকাশ। সবমিলিয়ে এ এক অসাধারণ অনুভূতি।
যেখানে বসে খাবারের স্বাদ নিতে পারছেন দর্শনার্থীরা। শুধু তাই নয়, রেস্তোরাঁটির চারপাশের প্রাকৃতিক পরিবেশ এতোটাই মনোমুগ্ধকর যে, দিনভর সেলফি তোলা আর ভিডিও করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা। শহরের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে কিছুটা সময় কাটানোর এক অপূর্ব জায়গা হয়ে উঠেছে গড়িয়ার দিঘি।
দিনের আলোতে দিঘির প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়লেও রাত নামতেই যেন বদলে যায় তার চেহারা। পানির ওপর প্রতিফলিত লাল, নীল, সবুজ আলোর ঝলকানিতে পুরো দিঘির রূপ পরিবর্তন হয়ে যায়। দূর থেকে দেখে মনে হয় এযেন জলে ভাসা কোনো এক স্বপ্নপুরী।
যেকারণেই রোমান্টিক পরিবেশে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে প্রতিনিয়ত এখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। ক্যাফে গড়িয়ার স্বত্বাধিকারী কামরুজ্জামান পনির বলেন, রেস্তোরাঁটিতে আপাতত কিছু নির্দিষ্ট খাবারের আয়োজন রয়েছে। যেমন রেগুলার বার্গার, চিজ বার্গার, থাই স্যুপ, অন্থুন, ফ্রেঞ্চ ফ্রাই, লাচ্ছি, কোল্ড কফি এবং সেট মেন্যু (ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল)।
খুব শীঘ্রই রেস্তোরাঁয় যুক্ত হবে লাইভ বারবিকিউ কর্নার। যেখানে দর্শনার্থীরা নিজেরা মাছ ধরে বারবিকিউ করতে পারবেন। এমন আয়োজন আগে বরিশালে কখনো দেখা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ছবি ও ভিডিও দেখে আকৃষ্ট হয়ে বরিশাল ও আশপাশের জেলা থেকে প্রতিনিয়ত এখানে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। বাকেরগঞ্জ থেকে স্ব-পরিবারে গড়িয়ার দিঘির অপরূপ দৃশ্য উপভোগ করতে আসা দর্শনার্থী জিয়াউল হক আকন বলেন, ফেসবুকে পোস্ট দেখে এসেছি। এখানকার পরিবেশ ও ভাবনাটা চমৎকার। তবে দিঘির পানি আরও পরিষ্কার হলে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও ভালো হবে।
তিনি আরও বলেন, দিঘির চারিপাশে যদি ওয়াক ওয়ে হাঁটার পথ তৈরি করা হয় তাহলে এটি হতে পারে বরিশালের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। প্রায় দুই একর জলাশয় জুড়ে গড়ে উঠেছে ‘ক্যাফে গড়িয়া’।
মালিকপক্ষের উদ্যোগে দিঘির ময়লা-আবর্জনা পরিষ্কার করে গড়িয়ার দিঘিকে উপযোগী করা হয়েছে। ভাসমান বসার ব্যবস্থা ছাড়াও ভবিষ্যতে এখানে যোগ করা হবে কিডস জোন, মিনি লাইব্রেরি, মিউজিক কর্নারসহ আরও নানা আকর্ষণ। এতে শুধু বিনোদনই নয়; বরিশালের পর্যটনে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন আগত দর্শনার্থীরা।
আর ‘ক্যাফে গড়িয়া’র মালিক পক্ষের দাবি, বরিশালের সবচেয়ে জনপ্রিয় ও ব্যতিক্রমধর্মী বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত গড়িয়ার দিঘিকে নতুন করে সাজানোর কাজ চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর