
২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র এবং ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৩০টি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় এবার এসএসসি পরীক্ষার্থী হচ্ছে ৮ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ৪ হাজার ৪৭৯ জন ছাত্র এবং ৪ হাজার ৩৬৫ জন ছাত্রী রয়েছে। এসএসসি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ১৭টি। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩৬১ জন। এর মধ্যে ১ হাজার ৩৭৯ জন ছাত্র এবং ৯৮২ জন ছাত্রী রয়েছে। মাদরাসা পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৭টি।
এ ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৯৯ জন। এর মধ্যে ১ হাজার ১০৩ জন ছাত্র এবং ২৯৬ জন ছাত্রী রয়েছে। কারিগরি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৬টি।
জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মণ্ডল জানান, এবছরে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি বা সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর