
চুয়াডাঙ্গায় ১২০ লিটার বোতল বাংলামদসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের কাছে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- চুয়াডাঙ্গা শহরের চান্দু মন্ডল(৫৫) ও দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার একরামুল হোসেন জোয়ার্দ্দার(৩৫)। এই আসামীদের সদর থানায় মামলা রজু করা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে।
অভিযানে চুয়াডাঙ্গা সদর থানাধীন টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর আসামী চান্দু মন্ডলকে গ্রেফতার করা হয়। অপর আসামী একরামুল হোসেন জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত নেয়ার পর ১২০ লিটার বাংলা মদ জব্দ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর