
বগুড়ার শেরপুরে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষা দেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫৪৩ জন, এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৪ হাজার ৪৭২ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন, তবে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দাখিল পরীক্ষায় ৮৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৪০ জন অনুপস্থিত ছিলেন, আর ভোকেশনাল পরীক্ষায় ২৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, তবে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শহরের বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও সকাল ৯টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন। তবে এবারের পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের ভিড় অন্যান্য বছরের তুলনায় বেশী দেখা গেছে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা পরীক্ষার সময় কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।
উপজেলা শিক্ষা অফিসার নজমুল ইসলাম বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর