
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নজরুল মণ্ডল। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর