
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালীর লেমু এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়াইমং মারমা (৩১) নামে এক উপজাতি লেবু চাষী নিহত হয়েছেন।
এই ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর রাতে এই হামলার ঘটনা ঘটে। নিহত আওয়াইমং মারমা সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। আহতরা হলেন একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।
স্থানীয় বাসিন্দা মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা লেবু চাষি৷ লেবু বাগান পরিচর্যা, লেবু বিক্রি করে তাদের সংসার চলে। সম্প্রতি বাগানে লেবু চুরির ঘটনা বেড়েছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহারা দিতে সেখানে রাতযাপন করেন। বুধবার রাতেও তারা চার জন লেবু বাগান পাহারা দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন আরও তিন জন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। একজন মারা গেছে। আরও তিনজন গুলিবিদ্ধ আছে। বিস্তারিত পরে জানানো হবে।’
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বৃহস্পতিবার সকালে রাঙ্গুনিয়া থেকে গুলিবিদ্ধ তিন যুবককে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় এর আগেও সন্ত্রাসীরা লেবু ব্যবসায়ীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং রাতের আঁধারে হামলা চালিয়ে কয়েকজনকে জখম করে।
সম্প্রতি মীরেরখীল বাজারে প্রকাশ্যে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই নৃশংস ঘটনা ঘটলো।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর