
ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ জরিমানা করা হয়।
এর আগে বোয়ালমারী থেকে ঢাকা পর্যন্ত নিয়মিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইনের বিরুদ্ধে অভিযোগ করেন যাত্রীরা। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি এ জরিমানা করেন।
প্রসিদ্ধ আছে যে, বাস মালিক সমিতি বোয়ালমারী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বাসের নিয়মিত ভাড়া ৫০০ টাকা নির্ধারণ করেছে বলে। কিন্তু ঈদের অজুহাতে সেই ভাড়ার অতিরিক্ত নিচ্ছিল গোল্ডেন লাইন পরিবহন। এতেই ক্ষিপ্ত হয়ে যাত্রীরা অভিযোগ করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, গোল্ডেন লাইন পরিবহন বোয়ালমারী কাউন্টার কর্তৃপক্ষ ৫০০ টাকার ভাড়া, ৬০০ টাকা নিয়েছে। এ অপরাধে প্রাথমিকভাবে সতর্ক করার জন্য তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ অভিযান অব্যাহত থাকবে।
রার/সা.এ
সর্বশেষ খবর