
যশোরের শার্শা উপজেলার ফাতেমাতুজ্জোহরা কওমি মাদরাসায় ছাত্রীদের আবাসিক রুম থেকে শিক্ষকের লাগিয়ে রাখা সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে অভিযানে সিসি ক্যামেরা ও মনিটর জব্দ করা হয় প্রতিষ্ঠানটি থেকে। এ সময় মাদরাসার শিক্ষক আবু তাহেরকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
মাদরাসাটিতে ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে এক অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ এপ্রিল) বিকেলে এ অভিযান চালায় পুলিশ।
মাদরাসার সুপারের দাবি নিরাপত্তার জন্য ১৪টি ক্যামেরা লাগানো হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, পুলিশের কাছে একজন অভিভাবক সিসি ক্যামেরা নিয়ে অভিযোগ জানান। সেই অভিযোগের সূত্র ধরে মাদরাসাটিতে গিয়ে নারী পুলিশ সদস্যরা ছাত্রীদের থাকার জায়গায় সিসি ক্যামেরা দেখতে পান। পরে হার্ডডিস্কটি নিয়ে আসা হয়।
তবে মাদরাসা সুপার মুফতি আবু তাহের দাবি করেছেন, মাদরাসায় যে ঘরে শিক্ষা কার্যক্রম চলে সেটিই থাকার ঘর হিসেবেও ব্যবহৃত হয়। এর আগে অনেক চুরির নালিশ আসায় তারা সিসি ক্যামেরা বসান।
হার্ডডিস্কের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন যশোর জেলা পুলিশের নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। সিসি ক্যামেরাগুলো নাইট ভিশন প্রযুক্তির বলে জানিয়েছেন তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর