
কুষ্টিয়ায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় মো: শাকিল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত শাকিল কুষ্টিয়া শহরের চর আমলা পাড়া এলাকার কাজী আব্দুর সামাদের ছেলে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালের দিকে রাজবাড়ী জেলার সদর থানাধীন খানখানাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, গুলির ঘটনায় সিসি টিভি ফুটেজ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ফোনের ঘটনার সময়ের সাথে লোকেশন মিল করে ও তার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে।
এরপর মোবাইল নাম্বার ট্রেকিং ও টেকনোলজি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযানের পর শাকিল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুর রশিদের দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে, গতকাল বুধবার (৯ এপ্রিল) দুপুর দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার গোসালা গলিতে রশিদ অ্যাগ্রো ফুড প্রডাক্টসের মালিক আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে দুইজন ব্যক্তি হেলমেট পড়ে এসে বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি করেন এবং তৎক্ষণাৎ মোটরসাইকেল যোগে পালিয়ে যান তারা।
এ ঘটনায় ব্যবসায়ী আব্দুর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর