
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ২ হাজার ৫৫৩ জন অনুপস্থিত ছিল। একজনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের ৬টি জেলার মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় কুমিল্লা জেলায় ৮১২ জন, চাঁদপুর জেলায় ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭২ জন, নোয়াখালী জেলায় ৪৪৪ জন, ফেনী জেলায় ১৭৭ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২১১ জন অনুপস্থিত ছিল।
এছাড়া কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন।
যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর