
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয়টি ভেন্যুতে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার ২ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
প্রথম দিন অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার এসএসসি ও কারিগরি শাখার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৪টি ভেন্যুতে এসএসসি, ১টি ভেন্যুতে দাখিল ও ১টি ভেন্যুতে কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ভেন্যুগুলো হলো ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাহাট উচ্চ বিদ্যালয় ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়। ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসা ভেন্যুতে দাখিল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভেন্যুতে এসএসসি কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে ১ হাজার ৮০৮ জন, দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা দিয়েছে ৩৪২ জন। কারিগরি শাখার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে ৩২৩ জন। এসএসসির ১৩ জন, দাখিলের ১৭ জন ও কারিগরি শাখার ১৫ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান বলেন, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর