
রাজবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে ফারিহা বিশ্বাস জেরিন (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। ১২ এপ্রিল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল জেরিনের।
এর আগে বিকেল ৩ টার দিকে জেরিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি পোস্ট করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘সবকিছু মিলায়ে আমি আর নিতে পারলাম না। মাফ করে দিও আমাকে। বাবা-মায়ের ব্যর্থ সন্তান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলাম। যাদের সাথে অন্যায় করছি সবাই মাফ করে দিও।
আরেকটি পোস্টে জেরিন লেখেন, ‘বিদায় সুন্দর পৃথিবী।
জেরিন বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের আকির হোসেন বিশ্বাস ও তৃপ্তিয়ারা খাতুনের মেয়ে। তার বাবা আকির হোসেন বিশ্বাস ঢাকায় একটি প্লাস্টিক কোম্পানিতে চাকরি করেন এবং মা তৃপ্তিয়ারা খাতুন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৩ টার দিকে ফারিহা বিশ্বাস জেরিনের ফেসবুকে আত্মহত্যা সংক্রান্ত পোস্ট দেখে তার এক বান্ধবী তার মাকে ফোন দেন। তবে তার মা জেরিনকে বাড়িতে একা রেখে সকালে স্কুলে গেছে বলে জানান। এরপর তার ওই বান্ধবী স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে জেরিনদের বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জেরিনের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
জেরিনের মা তৃপ্তিয়ারা খাতুন বলেন, ‘আমার মেয়ে ২০২৪ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। আগামী ১২ এপ্রিল তার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল।
তবে সে ঢাকায় যেতে রাজী হচ্ছিল না। আমরা চাচ্ছিলাম যে সে ভর্তি পরীক্ষা দিক। আমি এবং ওর বাবা ওকে অনেক বুঝিয়েছি পরীক্ষা দেয়ার জন্য। এই বিষয়টি নিয়ে ওর একটু মন খারাপ ছিল।’
তৃপ্তিয়ারা খাতুনের ধারণা বাড়িতে একা থাকার সুযোগে তার মেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করতে পারে তা বলতে পারছেন না বলে দাবি করেন তিনি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর