
বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম! বৈশ্বিক জলবায়ু ধর্মঘট উপলক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে তরুণ প্রজন্মের দাবি। আমাদের জলবায়ু, আমাদের ভবিষ্যৎ, চাই সুরক্ষা নিরাপদ আয়ু! এই স্লোগানের মধ্যে দিয়ে বরগুনায় জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে পৌর মার্কেটের সামনে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ করুন। আমরা নতুন বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনার দাবিতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ধর্মঘট পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সমাজ সেবক চিত্তরঞ্জনশীল,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা'র) বরগুনার জেলা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা'র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান, উৎসর্গ বরগুনা জেলা শাখার সাধারন সম্পাদক সাইদুর রহমান, ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাজন ও সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।
ধরা'র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, পাথরঘাটায় এখনই সুপেয় পানির অভাব, আর কিছুদিন পর তারা পানি খেতে পারবে না। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনগুলো প্রকৃতি, বন্যপ্রাণী, মানব বসতি এবং সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলে।
এ সময় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা'র) বরগুনা জেলা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ বলেন, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র ফলে আমাদের নদীতে ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে, সেখানে শিশু সহ সকলের চর্ম রোগ দেখা দিচ্ছে তাই আমাদের বাঁচাতে হলে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর